প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩২
মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে নারায়ণপুর পৌরসভার মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে। বারাবরের মতো এবারেও আমেরিকা প্রবাসীদের মজুমদার ফাউন্ডেশন ইনক এর সহযোগী সংগঠন মতলবের মজুমদার ফাউন্ডেশন ২২টি হাই স্কুল, ১২টি মাদ্রাসা ও ৩টি কলেজের ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়াও কোরআন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের উৎসাহীত করতে নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার (৪জানুয়ারী) সকালে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কা.উ. ডিগ্রী মাদ্রাসা হলরুমে মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মজুমদার ফাউন্ডেশণ বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদার এর সভাপ্রধানে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেস মজুমদার।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম,উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার, ঘিলাতলী সামাদিয়া ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, মজুমদার ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য সানি মজুমদার, নারায়রপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ আরিফ বিল্লাহ, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এএসএম ইউসুফ। অনুষ্ঠানে এই সংগঠনের যারা মারা গেছেন, যারা অসুস্থ আছেন এবং সংগঠনের যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করা হয়।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। তবে সেই শিক্ষা গতানুগতিক শিক্ষা হলে চলবে না, সেই শিক্ষা হতে হবে মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা।কেননা, প্রতিযোগীতা মূলক বিশ্বে টিকে থাকতে হলে এখন আর মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষার কোন বিকল্প নেই। তাই, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরো বলেন, মতলবের এই মজুমদার ফাউন্ডেশন উপজেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে ব্যাপক পরিসরে যে আর্থিক সহযোগিতা করলো তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এই মজুমদার ফাউন্ডেশনের মতো সমাজের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এভাবে সহযোগিতা করতো তবে মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি অসংখ্য দরিদ্র পরিবারের উপকার হতো। বক্তারা মজুমজার ফাউন্ডেশন তাদের সামাজিক অন্যান্য কাজে সহযোগিতার পাশাপাশি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে বলে আশা পোষণ করেন।