প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৬:০০
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বরু মিয়ার ইন্তেকাল
জেলা বিএনপির শোক।। জানাজা আজ বুধবার বাদ এশা

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর শহরের চৌধুরী পাড়া এলাকার ব্যবসায়ী আব্দুস সাত্তার বরু মিয়া (৭৩) আর বেঁচে নেই। তিনি বুধবার (৯ এপ্রিল ২০২৫) দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি............. রাজেউন)
|আরো খবর
মরহুমের জানাজা বুধবার (আজ) বাদ এশা বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী গ্রামে মরহুমের নিজ বাড়ির মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মরহুমের একমাত্র ছেলে সাবের আহমেদ চৌধুরী (বাবু) আমিরিকা প্রবাসী। তিনি বাবার মৃত্যুর খবর শুনে আমেরিকা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে তার আসার আগেই জানাজা এবং দাফন হবে। ছেলে এলাকাবাসীর কাছে অনুরোধ করেছেন যে, আমার বাবার লাশ যথাসময়ে দাফন হবে। আমার জন্যে অপেক্ষা করার প্রয়োজন নেই। আমি বাবার মাগফিরাত কামনায় সকলের দোয়া চাই।
জেলা বিএনপির শোক
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এক শোক বার্তায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার বরু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মরহুম তার কর্মময় জীবনে সদালাপী ছিলেন এবং একজন সফল ব্যবসায়ী ছিলেন। আমি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও মরহুমের মাগফেরাত কামনা করছি। ওই ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মো. সেলিম মিজি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কাইয়ুম মোল্লাও গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে বরু মিয়ার মৃত্যুর খবর শুনে বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী মিয়া বাড়ি জামে মসজিদ ও আমিরাবাদ মিয়া বাড়ি জামে মসজিদ, মদীনা বাজার জামে মসজিদ, ফাতেমা জাবেদ জামে মসজিদ, বিষ্ণুপুর সিদ্দিকীয়া জামে মসজিদ ও গাউছিয়া জামে মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া করা হয়।