প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১:৩১
মতলবে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ৭ হাজার ৫৪ পরীক্ষার্থী

বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ৭ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে মতলব উত্তর উপজেলার ১০ কেন্দ্রে ৪ হাজার ৬শ'২৮ জন ও মতলব দক্ষিণ উপজেলার ৭ কেন্দ্রে ২ হাজার ৪শ'২৬ জন।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, ২০২৫ সালে মতলব উত্তর উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ১০ কেন্দ্রে ৪ হাজার ৬শ' ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তার মধ্যে এসএসসিতে ৩ হাজার ৮শ' ৬২ জন, এসএসসি (ভোকেশনাল) ২শ' ৪৫ জন ও দাখিলে ৫শ' ২১ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৫১ জন ও ছাত্রী ২ হাজার ৫শ' ৭৭ জন। ছাত্রের চেয়ে ৫শ' ২৬ জন ছাত্রী বেশি।
মতলব উত্তর উপজেলায় ৮ পরীক্ষা কেন্দ্রে এসএসসি, ২ পরীক্ষা কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও ১ পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি কেন্দ্র মত-১ ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৮শ' ৫৯জন। এর মধ্যে ছাত্র ৩শ' ৭১ জন, ছাত্রী ৪শ' ৮৮ জন। এসএসসি কেন্দ্র মত-২ বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে মোট পরীক্ষার্থী ৭শ' ৮জন। এর মধ্যে ছাত্র ৩শ' ২১ জন, ছাত্রী ৪শ' ৮৭ জন। এসএসসি কেন্দ্র মত-৩ সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১শ' ৪৯জন। এর মধ্যে ছাত্র ৭১ জন, ছাত্রী ৬৩ জন। এসএসসি কেন্দ্র মত-৫ নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬শ' ৮২জন। এর মধ্যে ছাত্র ২শ' ৮৫ জন, ছাত্রী ৩শ' ৯৭ জন। এসএসসি কেন্দ্র মত-৬ জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪শ' ৪৮জন। এর মধ্যে ছাত্র ১শ' ৪০ জন, ছাত্রী ৩শ' ৮ জন। এসএসসি কেন্দ্র মত-৭ নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪শ' ৮০জন। এর মধ্যে ছাত্র ২শ' ১৮ জন, ছাত্রী ২শ' ৬২ জন। এসএসসি কেন্দ্র মত-৯ দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫শ' ৩৬জন। এর মধ্যে ছাত্র ২শ' ৯জন, ছাত্রী ৩শ' ২৭ জন।
এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র মত-১ সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫১জন। এর মধ্যে ছাত্র ৩৪ জন, ছাত্রী ১৭ জন। কেন্দ্র মত-২ জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১শ' ৯৪জন। এর মধ্যে ছাত্র ১৪৪জন, ছাত্রী ৫০ জন।
দাখিল কেন্দ্র মত-১ ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৫শ' ২১জন। এর মধ্যে ছাত্র ২শ' ৪৩জন, ছাত্রী ২শ'৭৮ জন।মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, ২০২৫ সালে মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ৭ কেন্দ্রে ২ হাজার ৪শ'২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তার মধ্যে এসএসসিতে ১ হাজার ৬শ' ৭৬ জন, এসএসসি (ভোকেশনাল) ৪শ' ৮২ জন ও দাখিলে ২ শ' ৬৮ জন।
মতলব দক্ষিণ উপজেলায় ৪ পরীক্ষা কেন্দ্রে এসএসসি, ১ পরীক্ষা কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও ২ পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮শ' ২৯জন, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ' ৮৬জন, আলহাজ্ব তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ' ৪৩জন ও আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ' ১৮জন।
এসএসসি (ভোকেশনাল) মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ' ৬৮জন।
দাখিলে মতলব দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ'১৪ জন ও ঘিলাতলী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী শ' ৬৮ জন।মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম জানান, পরীক্ষা নেয়ার জন্য পরীক্ষা কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। সুন্দর পরিবেশে পরীক্ষা নিতে পারবো।
মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম জানান, পরীক্ষা নেয়ার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো প্রকার সমস্যা হবে না আশা করছি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার সকল ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। অনিয়ম ও অসৎ উপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। তিনি এ বিষয়ে অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।