প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১:০৭
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) বিদ্যালয় মাঠে
|আরো খবর
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক হোসেনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন Oxford brooks uk-এর মাস্টার্স ইন ম্যানেজমেন্ট অফিসার মো. শরিফুল আরেফিন রনি।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রনি, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহআলম মিজি, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান ঢালী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক দাতা সদস্য ডা. মো. আনিছুর রহমান ও সমাজসেবক মো. হাছান মাহমুদ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য খাজা বাকি বিল্লাহ সুজন, ইউপি সদস্য আক্তার জাহান দীনা, সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, কাদের মিলিটারি প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।