মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৪:০৯

চাঁদপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার ( ৯ এপ্রিল ২০২৫) সকাল ১০টা থেকে বেলা ১১ টার মধ্যে এসব ঘটনা ঘটে। হাসপাতাল ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে হাওলাদার বাড়ি অর্থাৎ বাবার বাড়িতে বেড়াতে আসে খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামেন বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউই সাঁতার জানতো না। এর মধ্যে বড়ো ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড়ো ছেলেকে উদ্ধার করে। ছোট ছেলে আবু বকর (৭)-এর জন্যে পানিতে ডুব দেয়ার পরে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুমা জানায়, খাদিজা মঙ্গলবার বাবার বাড়িতে বেড়াতে এসেছে । তাদের মূল বাড়ি ফরিদপুর। স্বামী লোকমান চটপটি ব্যবসা করার সুবাদে ঢাকায় থাকেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলো। আজকেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিলো। অপরদিকে পার্শবর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে দশটার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় মাকসুদা (২) নামে এক শিশু। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিশুর পিতার নাম মো. ফজলুর রহমান।

এসব মৃত্যুর ঘটনার বিষয়গুলো নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লালুর রহমান। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে এসব মরদহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন বাখরপুর গ্রামে এক ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও ছেলের মৃত্যুর ঘটনাটি খুবই বেদনাদায়ক হওয়ায় এলাকায় স্বজনদের মাঝে শোকের মাতম বইছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়