প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:২০
দলের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম এখলাশপুর গ্রামে দুই দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মিলন মেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) এই উৎসবের দ্বিতীয় দিনের গণভোজের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ।
|আরো খবর
গাজীপুর বোর্ড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও চরদু:খিয়া পূর্ব ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আ. হান্নান পাটওয়ারী ও যুবদল নেতা সুজন মৃধার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিগত ১৭ বছর আমরা দু:স্বপ্নের মধ্যে ছিলাম। ঈদ বা যে কোন উৎসবে পরিবারের সঙ্গে কাটানোটা আমাদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো ছিল। কিন্তু পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সকলেই নুতন জীবন ফিরে পেয়েছি। তাই নতুন জীবনের প্রতাম ঈদের আনন্দই অন্যরকম। তবে ঈদের আনন্দে গা ভাসালে চলবে না। আমাদের সামনে কঠিন পথ রয়েছে। সেই কঠিন পথ পাড়ি দিতে দলের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তবেই সাফল্য হাতে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদল নেতা শাওন পাঠান , ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া , চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের খোকন ভূইয়া, দেলোয়ার হোসেন প্রমুখ। মিলন মেলায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।