প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৫৪
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নৈতিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সর্বস্তরে নৈতিক মূল্যবোধের অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক, আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী 'Moral Education Development Programme' বাস্তবায়নের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। বুধবার (৯ এপ্রিল ২০২৫) সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. শফিউল আজম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার। ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপসচিব সৈয়দ হাবিবুর রহমান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন, ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মোস্তাকীমা ইসলাম মীম, সিনিয়র শিক্ষক মো. আলমগীর কবির, সালমা সুলতানা প্রমুখ।