রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২২:৩৯

স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতকে কার্যকর করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতকে কার্যকর করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
চাঁদপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৫) বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং সভাপতিত্ব করেন উপ-পরিচালক, স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া। প্রকল্প বিষয়ে বিস্তারিত আপডেট তথ্য উপস্থাপন করেন উক্ত প্রকল্পের জেলা ম্যানেজার মমতাজ বেগম। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা তথ্য অফিসার তপন বেপারী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নাজমুল হাসান, জেলা সমন্বয়ক, নার্গিস আক্তার, উপজেলা সমন্বয়কারী, সিসিডিএ, হাজী মো. সেলিম, এসডিএস এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। উপস্থিত সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. গোলাম জাকারিয়া সভা শুরু করেন। তিনি চাঁদপুর জেলায় গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয়করণে প্রচার-প্রচারণার জন্যে সকলকে সহযোগিতার আহ্বান জানান। স্থানীয় সরকারের বর্তমান অবস্থা নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন। সকলের মতামত শোনার পর জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করতে হলে স্থানীয় সরকার প্রতিনিধি, সাধারণ জনগণ, সুশীল সমাজ, পিছিয়েপড়া জনগোষ্ঠী, মসজিদ কমিটি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গকে সচেতন করতে হবে। পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ ও তাদের কার্যক্রমের সাথে সমন্বয় করে গ্রাম আদালতের বার্তাগুলো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। উন্মুক্ত আলোচনায় যেসব মতামত তুলে ধরা হয় তা হলো : ইউনিয়ন পরিষদকে রাজনীতিমুক্ত রাখা, জবাবদিহিতা নিশ্চিত করা, ইউপি প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান করা, স্থানীয় সর্বস্তরের জনগণকে সচেতন করা, গ্রাম আদালতের বিচারের রায়ের পর বাস্তবায়ন নিশ্চিত করা, সাংস্কৃতিক কার্যক্রমের সাথে গ্রাম আদালতকে যুক্ত করে প্রচার করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়