শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০

প্রফেসরপাড়ায় চাঁদা না দেয়ায় বাউন্ডারি দেয়াল ভাংচুর ॥ থানায় অভিযোগ দায়ের
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের প্রফেসর পাড়া গাজী বাড়িতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদী পক্ষের নিকট চাঁদা দাবি করে এবং দাবিকৃত চাঁদা না দেয়ায় বাউন্ডারি দেয়াল ভাংচুর করে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, শহরের প্রফেসর পাড়ার গাজী বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলাম গাজী গংদের দখলীয় জমি-জমা নিয়ে হানিফ গাজীদের সম্পত্তিগত বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবত। এ বিরোধের জের ধরে হানিফ গাজীর পরিবারের পক্ষ থেকে একই বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলাম গংদের বিবাদী করে জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আদালত উক্ত সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে যে যার অবস্থানে রয়েছে। এদিকে যে সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে, সেই সম্পত্তি সিরাজুল ইসলাম গংদের দখলীয় এবং বাউন্ডারী দেয়াল দিয়ে সীমানা প্রাচীর রয়েছে। কিন্তু কয়েক দিন যাবৎ জাহিদ গাজী (পিতা হানিফ গাজী গংরা সিরাজুল ইসলাম গাজী)র কাছে চাঁদা দাবি করে আসছে। এতে উক্ত মামলার বিবাদীরা দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জাহিদ গাজী, হাবিব গাজী (পিতা হানিফ গাজী), শুক্কুর গাজী, জহির গাজী (পিতা ছালামত গাজী, সাং প্রফেসর পাড়া, গাজী বাড়ি)র নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ২১ মার্চ মধ্য রাতে সিরাজুল ইসলাম গংয়ের বাউন্ডারি দেয়াল ভাংচুর করে তছনছ করে পেলে।

এ ঘটনা দেখে সিরাজুল ইসলাম গং ৯৯৯ নাম্বারে কল দিলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়