প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৪৭ কেজি জাটকা জব্দ করেছে চাঁদপুরের নৌ পুলিশ। গত ৬ ডিসেম্বর রাতে যাত্রীবাহী লঞ্চ ফারহান ৬-এ অভিযান পরিচালনা করা হয়। নৌথানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নির্দেশে এসআই রেদোয়ানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জাটকা জব্দ করে। জব্দ করা জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুল ইসলামের উপস্থিতিতে মাদ্রাসায় বিলি করা হয়।
নৌথানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, ইলিশ মাছ রক্ষায় জাটকা নিধন বন্ধ করতে আমাদের নিয়মিত অভিযান চলবে।