প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
মতলব পৌর শহরে অবস্থিত স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির ক্লাস পার্টি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ ডিসেম্বর দিনব্যাপী বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের অধ্যক্ষ নাছরিন জাহান নিপার সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক ও জেসমিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, মতলব রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম মোহন, উপাদী উত্তর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নুরে আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া সুলতানা পলি, কাউসার আহমেদ, তানিয়া আক্তার বৃষ্টি, সুমাইয়া আক্তার, আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির পরিচালক রিয়াদুল আলম রিয়াদ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ পুরস্কার প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের অভিভাবক, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।