প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট পরিচয়পত্র ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ৬ ডিসেম্বর বেলা ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান প্রমুখ।