শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

নেতা-কর্মীদের প্রতি আইয়ুব আলী বেপারীর কৃতজ্ঞতা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্তকৃত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সদ্য সমাপ্ত সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আইয়ুব আলী বেপারী দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, সম্মেলনকে কেন্দ্র করে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মী যারা আমার জন্য নিরলস পরিশ্রম করেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। নেতা-কর্মীদের ভালোবাসায় আমি সিক্ত। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি, আমৃত্যু এই আদর্শের রাজনীতি করে যাবো, জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে আপনাদের সাথে সুখে-দুঃখে সবসময় থাকবো, বিগতদিনে যেভাবে ছিলাম। আমি বিশ্বাস করি, নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এ আদর্শ নিয়েই রাজনীতি করে আসছি, ভবিষ্যতেও করবো। সম্মেলনে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে যেসব নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে বিশাল মিছিল নিয়ে এসেছেন, সর্বোপরি সম্মেলনকে শতভাগ সফল করেছেন, তাঁদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়