প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
মিলাদ ও দোয়াসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসম্পন্ন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোস্তাক হায়দার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ৫ ডিসেম্বর সোমবার তার পরিবারের উদ্যোগে বাদ জোহর উত্তর বালিয়ার ঢালীর ঘাট নাজির খান বাড়িস্থ দারুল উলুম এমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানি এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন খতিব মাওলানা শরীফুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, লায়ন মাহমুদ হাসান খান, লায়ন মোঃ জাকির হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান পাটওয়ারী, মরহুমের ছোটভাই বিশিষ্ট ব্যবসায়ী মহব্বত হায়দার চৌধুরী ও বিশিষ্ট রাজনীতিবিদ মাইনুল হায়দার চৌধুরী, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৮-এর সভাপতি নকিবুল ইসলাম চৌধুরী, মরহুমের দুই ছেলে উইং কমান্ডার ওমর হায়দার চৌধুরী রাজন ও সাইফুদ্দিন হায়দার চৌধুরীসহ তার আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী। অনুরূপভাবে বাদ আসর মরহুমের নিজ বাড়ি পূর্ব শ্রীরামদী চৌধুরী বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বহু গুণে গুণান্বিত মরহুম মোস্তাক হায়দার চৌধুরী গত ২০২১ সালের ৫ ডিসেম্বর রোববার বিকেল সাড়ে ৫টায় ৭৫ বছর বয়সে ঢাকাস্থ মিরপুর ডিওএইচএসে একমাত্র কন্যার বাসায় ইন্তেকাল করেন। তার মৃত্যু সংবাদে চাঁদপুরের সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। পরদিন দুই দফা জানাজা শেষে পুরাণবাজার পূর্ব শ্রীরামদী মরহুমের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোস্তাক হায়দার চৌধুরী ছিলেন একজন নিভৃতচারী সমাজসেবক। চাঁদপুরের অনেক সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং সেবামূলক প্রতিষ্ঠানের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক।