শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

মুক্তিযোদ্ধা আঃ আজিজ খান সড়ক দুর্ঘটনায় আহত ॥ সিএমএইচে ভর্তি
স্টাফ রিপোর্টার ॥

সাংবাদিক মোঃ আবদুর রহমান গাজীর শ্বশুর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আজিজ খান (৭৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এতে তার ডানপাশের পাঁজরের হাড় ভেঙে গেছে বলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সোমবার ৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে চাঁদপুর সড়ক ভবনের সম্মুখে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আঃ আজিজ খান। প্রত্যক্ষদর্শীরা ও পৌর ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান তালুকদার দিদার তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে কর্মরত চিকিৎসক জানান, এক্স-রে রিপোর্টে দেখা যায় তার ডান পাঁজরের হাড় ভেঙ্গে গেছে।

আহত আবদুল আজিজ খানের ছোট ছেলে আসাদুজ্জামান খান রতন জানান, চাঁদপুর থেকে আব্বুকে ঢাকায় রেফার করা হয়েছে। আব্বু সেনাবাহিনীতে চাকুরি করতেন, সে সুবাদে ডাক্তারের পরামর্শে সিএমএইচে নিয়ে এসেছি। ঘটনাটি চাঁদপুর সদর মডেল থানার ওসি সাহেবকে জানিয়েছি। আব্বু সুস্থ হোক, পরে আইনগত ব্যবস্থা নেব।

এদিকে স্থানীয়রা মোটরসাইকেল চালককে শনাক্ত করেছেন। মোটরসাইকেল চালক মোঃ সাব্বির গাজী, পিতা মোহাম্মদ মানিক গাজী, সাং-তরপুরচণ্ডী, ৪নং ওয়ার্ড, চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আজিজ খান বাংলাদেশ সেনাবাহিনী থেকে সার্জেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি হচ্ছে মৈশাদী ইউনিয়নের পশ্চিম মৈশাদীর বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ মিজানুর রহমান খান সাহেবের বাড়ি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়