প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
আজ ৬ ডিসেম্বর কচুয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাতে পাক সেনাদের একটি সুসজ্জিত ব্যাটেলিয়ান কচুয়া-কালিয়াপাড়া রাস্তার পাশে লুন্তি গ্রাম এলাকায় তাদের বিশাল বহর থামিয়ে ৬ ডিসেম্বর কাকডাকা ভোরে কচুয়া অভিমুখে (সদরের দিকে) মার্চ করতে শুরু করে। স্বল্প সময়ের মধ্যে কচুয়া বাজারে পৌঁছে বাজারটি লুটপাট করে এবং জ্বালিয়ে-পুড়িয়ে তাদের মালামাল ও লোকজন নিয়ে অতি দ্রুত কচুয়া ত্যাগ করে। তাদের একটি গ্রুপ উল্লেখিত লুন্তি গ্রামটি ঘেরাও করে মটারের সেল নিক্ষেপ শুরু করে এলাকায় ভীতিকর অবস্থা সৃষ্টি করে এবং প্রস্তুতি নেয় গ্রামটিকে জ্বালিয়ে দেয়ার।
এ অবস্থায় গ্রামের নারী-পুরুষ, যুবক-যুবতী প্রাণরক্ষায় গ্রাম ছেড়ে চলে যায়। এ সময় মুক্তিযোদ্ধারাও বসে থাকেনি। তারা লুন্তি খন্দকার বাড়ির সামনে কচুয়ার একমাত্র পাকা রাস্তায় ট্রেন্স কাটাসহ বিভিন্ন ভাবে পাকা রাস্তা কেটে গর্ত করে ব্যারিকেড তৈরি করে। এমনি অবস্থার এক পর্যায়ে রাজাকাররা ভিন্ন পথে পালিয়ে যাওয়ায় গ্রামটি নিশ্চিত জ্বালাও-পোড়াও এবং লুটপাটের হাত থেকে রক্ষা পায়, সেইসাথে কচুয়া হানাদার মুক্ত হয়।