শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

আমরা ঐক্যবদ্ধ থাকলে কারো সাধ্য নেই আওয়ামী লীগকে পরাজিত করবে
মিজানুর রহমান ॥

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের পর চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর ) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে একই মঞ্চে একই সময়ে সম্মেলন দুটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

সংঙ্গীত শিল্পী ও নেতা-কর্মীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আঃ রব ভূঁইয়া ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

মঞ্চে উপবিষ্ট ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল কাউন্সিলর, ডেলিগেট এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী।

পবিত্র কোরআন তেলাওয়াতের পর বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং পৌর ও উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

যৌথভাবে সম্মেলনের সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মানুষের গড় আয়ু বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। সকলের জীবনমান উন্নত হয়েছে। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা স্কুলে যায়। বিনামূল্যে বই পায়, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবাসহ ঔষধ পায়। এখন আর কাউকে খালি গায়ে থাকতে হয় না, পরনে কাপড় আছে, মাথার উপর ছাদ আছে। কুঁড়ের ঘর থেকে মানুষের টিনের ঘর হয়েছে। যারা ভূমিহীন গৃহহীন, মুজিববর্ষে শেখ হাসিনা তাদের জন্যে ঘর করে দিয়েছেন। এ রকমভাবে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বমন্দা যুদ্ধাবস্থা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, তার সাথে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তার মধ্যেও শেখ হাসিনা আমাদের দুর্ভোগ কমিয়ে রাখার জন্যে সবরকম চেষ্টা করে যাচ্ছেন। যারা স্বল্প আয়ের মানুষ তাদের কষ্ট হচ্ছে, শেখ হাসিনা প্রত্যেকের কষ্ট বোঝেন। তাদের কষ্ট লাঘবের জন্যে কাজ করছেন। আমাদের দেশে শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, ভবিষ্যৎ বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন। আমরা যদি এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারি তাহলে আজকের যে কিছুটা কষ্ট তা থাকবে না ইনশাল্লাহ এবং সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আমাদের কী প্রয়োজন? শেখ হাসিনার সরকার বারবার দরকার।

ডাঃ দীপু মনি বলেন, আমাদের পরম সৌভাগ্য শেখ হাসিনার মতো নেতার কর্মী হতে পেরেছি। আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মনে বিকশিত হয়েছে। এই আওয়ামী লীগকে তথাকথিত আন্দোলনের ভয়ে দেখায়। তারা নানান জায়গায় সমাবেশ করে নাকি বাংলাদেশের ক্ষমতা উল্টে দেবে। আজকে কী অবস্থা তাদের। প্রধানমন্ত্রীর যশোরে এবং চট্টগ্রামের মহাসমাবেশে সেটা প্রমাণিত।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যতবারই ষড়যন্ত্র হয়, ততবারই জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়া হয়।

আগামীদিনে ইনশাল্লাহ সকলে যদি ঐক্যবদ্ধ থাকি কারো সাধ্য নেই আওয়ামী লীগকে পরাজিত করবে। মন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়ে আমাকে পাঠিয়েছিলেন। আপনারা পর পর তিনবার নৌকায় ভোট দিয়ে জাতীয় নির্বাচনে আপনাদের প্রতিনিধি করেছেন। গত চৌদ্দ বছরে জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে চাঁদপুরবাসী প্রমাণ করেছে চাঁদপুরের মাটি শেখ হাসিনার ঘাটি। চাঁদপুরের মানুষের জন্যে শেখ হাসিনা অনেক দিয়েছেন। আমরা আমাদের ঐক্যের মাধ্যমে নৌকায় ভোট দিয়ে ইনশাল্লাহ নৌকার প্রার্থীকে জয়ী করবো এই প্রত্যয় ব্যক্ত করছি।

এদিন দুপুরের পর থেকেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়। সম্মেলনের আশপাশে দেয়া হয়েছে বড় বড় তোরণ, ব্যানার ও ফেস্টুন। আনন্দঘন পরিবেশ বিরাজ ছিলো সদর ও পৌর আওয়ামী লীগসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটি ১৭ ও ১৯ বছর বহাল রয়েছে। কয়েক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল দ্রুতই হবে এ দুটি গুরুত্বপূর্ণ ইউনিটের সম্মেলন। গত নভেম্বর মাসে জাতীয় সংসদ ভবনে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম হানিফসহ অন্যরা উপস্থিত থেকে স্থির করেন জেলা সম্মেলনের আগে চাঁদপুরের সকল উপজেলা ও পৌর কমিটির সম্মেলন করার। ইতিমধ্যে হাজীগঞ্জসহ বিভিন্ন উপজেলা ও পৌর সম্মেলন হয়ে গেছে।

চূড়ান্তভাবে চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথভাবে সম্মেলনের জন্য ৫ ডিসেম্বর, ২০২২ তারিখ নির্ধারণ করেন। সেই দুটি সম্মেলন দুটি শান্তিপূর্ণভাবে শেষ হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়