শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগে পুরানোরাই বহাল
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ভারমুক্ত হলো চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগ। পুরানো তথা বর্তমানরাই বহাল রইলেন স্ব স্ব পদে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বর্তমান সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান আর সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী। চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল। এই দুই ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের তিনটি পদই দীর্ঘ সময় যাবত ভারপ্রাপ্ত দিয়ে চলছিল। গতকালকের সম্মেলনে তাঁদেরকে ভারমুক্ত করে দেয়া হলো।

গতকাল ৫ ডিসেম্বর সোমবার চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। বিকেল ৩টায় সম্মেলন শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৫টায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশন হয় সার্কিট হাউজে। দ্বিতীয় অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সার্কিট হাউজের দ্বিতীয় তলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বসেন। রুদ্ধদ্বার এ বৈঠক চলে ঘণ্টাখানেক। বৈঠক শেষে নেতৃবৃন্দ নিচে নেমে আসেন। তখন সার্কিট হাউজ প্রাঙ্গণে শত শত নেতা-কর্মী অপেক্ষমান। সবাই নতুন সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা শোনার আগ্রহ নিয়ে আছেন। এ পর্যায়ে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এরপর বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। পরে সাংগঠনিক নিয়ম অনুযায়ী দ্বিতীয় অধিবেশনের সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে বর্তমান সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীকে। আর পৌর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল। জেলা আওয়ামী লীগ সভাপতির এই ঘোষণার পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হাত উঁচিয়ে সবাইকে অভিনন্দন জানান। পরে সকলের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বক্তৃতা রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়