প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে চুরির ঘটনায় আসামী মোঃ সোহরাব হোসেন ওরফে সৌরভকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২৪ নভেম্বর চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন এই রায় দেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, চলতি বছরের ৭ মে রাত পৌনে ১০টায় আসামী সৌরভ চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের নিচ তলায় গ্যারেজের ভেতরে সঙ্গোপনে প্রবেশ করে কৌশলে গাড়ির সিডি সেট, একটি স্ক্রু ডাইভার চুরি করে দেয়াল টপকিয়ে বারান্দার গ্রিল ভেঙে আদালতের দ্বিতীয় তলায় এজলাস হয়ে খাস কামরায় প্রবেশ করে। আসামী আদালতের বিভিন্ন আসবাবপত্র, কম্পিউটার মনিটর, মালামাল ও টাকা চুরি করে। ওই ঘটনায় ৯ মে সে আটক হয় এবং ১২ মে আদালতে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন ৩০ জুন তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে দ্যা পেনাল কোড ১৮৬০-এর ৪৫৭/৩৮০ ধারায় অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
আসামী তার বিরুদ্ধে আনীত অপরাধের অভিযোগ স্বীকার করায় এবং আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামীর উপস্থিতিতে দ্যা পেনাল কোড ১৮৬০-এর ৩৮০ ধারায় ৫ বছর এবং ৪৫৭ ধারায় ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দুটি ধারাতেই আসামির মোট ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।