শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে আমনের বাম্পার ফলনেও শঙ্কা মূল্য নিয়ে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলায় চলতি বছর রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধানের মূল্য নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের চাষ হয়েছে বলে দাবি উপজেলা কৃষি অর্ধিদপ্তরের।

উপজেলার রূপসা দক্ষিণ, চর দুঃখিয়া পূর্ব, পাইকপাড়া দক্ষিণ ও পৌরসভা এলাকার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে মাঠভরা পাকা আমন ধান।

চাষিরা বলছেন, আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তবে ন্যায্যমূল্য নিয়ে চিন্তায় রয়েছে তারা। বাম্পার ফলন আশা করলেও গত বছরের বাস্তব অভিজ্ঞতার কারণে এ বছরও ধানের মূল্য নিয়ে শঙ্কিত।

তাদের দাবি, ধানের সঠিক দাম পেতে এখন থেকেই সরকারি তৎপরতা শুরু করা হোক। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১টি পৌরসভা ও ১৫ ইউনিয়ন মিলিয়ে ৮ হাজার ৩৫০ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৯ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।

এ ব্যাপারে উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নের গুপ্তের বিল এলাকার কৃষক আবুল কালাম মিয়া (৫৫) বলেন, নিয়মিত পরিচর্যা ও সময়মতো সার প্রয়োগের ফলে ফলন ভালো হয়েছে। তবে শ্রমিক সঙ্কট থাকায় জমি থেকে ধান কাটতে সময় বেশি লাগছে। ধান কাটার ব্যয়ও বেড়েছে। যারা হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে পারছেন, তারা স্বল্প সময়ে ও কম খরচে ধান ঘরে তুলতে পারছেন। আমাদের এদিকে হারভেস্টার মেশিন নেই। তাই শ্রমিক দিয়ে ধান কাটতে হয়।

ওই এলাকার কৃষক মিসির আলী (৬০) বলেন, গত মৌসুমে অতিবৃষ্টির কারণে আমনের ফলন ভালো হয়নি। এ বছর অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগ-বালাই কম হওয়ায় অধিক ফলন হয়েছে। যদি ধানের ভালো দাম পাওয়া যায়, খরচ পুষিয়ে লাভ হবে।

এ ব্যাপারে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষক আবু বকর (৫০), ইয়াকুব আলী (৬০)সহ কয়েকজন কৃষক জানান, প্রতি বছর চার-পাঁচ একর জমি চাষ করছেন। কীটনাশক, সার, সেচের পানি, শ্রমিকের মজুরি, মজুদ, সংরক্ষণ ও বাজারজাতের ক্রমবর্ধমান খরচের পর ধানের ৫০০ থেকে ৬০০ টাকা চলতি বাজার তাদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। ধানের ফলন ভালো হয়েছে বলে তারা খুশি। আবার যদি বাজারে ধান বিক্রি করার সময় তাদের শ্রম অনুযায়ী মূল্য না পান সেই সঙ্কায় দিন কাটছে তাদের। এরপরেও ন্যায্যমূল্য পাওয়ার আশা নিয়ে কয়েক দিন যাবৎ শুরু হয়েছে কিছু কিছু ধান কাটা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিক জামিল মাহমুদ বলেন, ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি। এতে চলতি রোপা আমন মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা যদি ধানের ন্যায্য মূল্য পায় তবে ধানের উৎপাদন প্রতি বছর এভাবেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়