প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে আন্তর্জাতিক শ্রীশ্রী বলদেব সংঘের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) উপজেলা সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়ায় নবনির্বাচিত কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কমিটির সভাপতি জয়রাম রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ রনজিত পোদ্দার, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নারায়ণ ভৌমিক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, বলদেব সংঘের ফরিদগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মানিক চন্দ্র কুরী, যুগ্ম সম্পাদক দিলীপ কুমার রায়, প্রদীপ কুমার দাস সাগর, কোষাধ্যক্ষ অমর মজুমদার (নিকু), সদস্য চন্দন দাস, অমর মজুমদার, শ্যামল দাস প্রমুখ।