প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
আগামীকাল ৪ ডিসেম্বর রোববার দুপুর ২টায় চাঁদপুরজমিন টাওয়ারে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস্-এর কোষাধ্যক্ষ ড. মোঃ শাহ্ কামাল। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব লিটন এরশাদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, নিরাপদ সড়ক চাইয়ের আজীবন সদস্য ও জাইতুন সাহাজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আব্দুল কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন।