প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর রেলওয়ের সাবেক টিএক্সআর মোহাম্মদ নূরুল আমিন ইন্তেকাল করেছেন। তিনি গত ২৭ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটে ঢাকা বারডেমে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।
মরহুমের মৃতদেহ চাঁদপুর নিয়ে আসা হলে চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন জামে মসজিদে ফজর নামাজের পর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মরহুমের মৃতদেহ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নানদিয়া পাড়া নিজ গ্রামে নিয়ে যাওয়া হলে স্থানীয় মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, তিনি চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু ও মেয়ে রোকেয়া বেগম শ্যামা।