প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০
আইইউবির অনার্স ২য় বর্ষের মেধাবী ছাত্র সাদী মোরশেদ ২০১৪ সালের ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ঢাকা মেরুল বাড্ডার এশিয়া হাসপাতালের সামনের সড়কে বিকেল ৪টায় ফাল্গুনি বাস চাপায় নিহত হন। গাড়িচালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলো এবং নিয়মের তোয়াক্কা না করে গাড়ি চালানো অবস্থায় মুঠোফোনে কথা বলছিলো। এতে করে ঘাতক চালক সাদী মোরশেদের বাইকের উপর গাড়ি উঠিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সাদী মোরশেদের কোনো দোষ ছিলো না, ঘাতক চালকের দায়িত্বহীনতা এবং খামখেয়ালীপনার কারণেই সাদী মোরশেদকে জীবন দিতে হয়।
সাদী মোরশেদ চাঁদপুরের কৃতী সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের কনিষ্ঠ পুত্র। বাড্ডা থানায় মামলা থাকার পরও অদ্যাবধি ঘাতক বাসের ড্রাইভার বা হেলপারকে আইনের হাতে সোপর্দ না করায় ‘সাদী মোরশেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ফাউন্ডেশনের সদস্য সচিব জোনায়েদ রায়হান মিয়াজী এক বিবৃতিতে সড়কে সকল প্রাণহানির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মৃত্যুদিবসে মরহুমের আত্মার শান্তির কামনায় কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিন বাদ ফজর মরহুম সাদী মোরশেদের চাঁদপুর তালতলাস্থ পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত, বাদ জুম্মা করিম পাটোয়ারী বাড়ির মসজিদে দোয়া মাহফিল, বাদ আসর ঢাকা কমলাপুর বড় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।