প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে মডেল হস্পিটালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হসপিটালের কার্যক্রম শুরু হয়। উদ্বোধন উপলক্ষে হাজীগঞ্জ বাজারের বিজনেস পার্ক সেন্টারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মডেল হসপিটালের চেয়ারম্যান ড. আলমগীর কবির পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রউফ, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী ও হাজীগঞ্জ বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ।
মডেল হসপিটাল হাজীগঞ্জ বাজারের মকিমউদ্দিন বিজনেস ট্রেড সেন্টারের ৬ষ্ঠ থেকে ৯ম তলায় চালু করা হয়েছে।