প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ১ যুগপূর্তি উপলক্ষে ‘ইল্শেনগর’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল ৩০ নভেম্বর বুধবার দুপুর ১২টায় আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানমের সভাপ্রধানে এবং পাস্ট প্রেসিডেন্ট ও যুগপূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক মুক্তা পীযূষের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন ও বক্তব্য রাখেন আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাজেদা বেগম (পলিন)। উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটাঃ কাজী শাহাদাত, রোটাঃ নাছির উদ্দিন খান ও বর্তমান সেক্রেটারী ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ‘ইল্শেনগরে’র সম্পাদক ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট তাছলিমা মুন্নী। উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার ও মিতু আক্তার, ক্লাব এডিটর নাছরিন আক্তার, ক্লাব সদস্য ডাঃ আছমা বেগম, রুবিনা মরিয়ম, মলি চক্রবর্তী প্রমুখ।