শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ০০:০০

নিখোঁজের পরদিন পুকুরে মিললো বৃদ্ধের লাশ
কামরুজ্জামান টুটুল ॥

নিখোঁজের একদিন পর বৃদ্ধ নুরুল হকের (৬৫) লাশ মিললো নিজ বাড়ির পুকুরে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে বাড়ির লোকজন। তার আগে রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার নুরুল হকের খোঁজে দিনভর এলাকায় মাইকিং করা হয়। ঘটনাটি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের আবুল মাস্টার বাড়ির।

স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যার পর থেকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ৫ সন্তানের জনক নুরুল হক। রোববার রাত শেষে সোমবার দিনভর নুরুল হকের সন্তানরা তার খোঁজে এলাকায় মাইকিং করে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোরে নিজ বাড়ির পুকুরে মিলে নুরুল হকের লাশ। স্থানীয় মাসুদ আলম জানান, এলাকার সবাইসহ নিহতের পরিবার পরিজন ধারণা করছে, তিনি হয়তো নামাজের ওজু করতে গিয়ে কোনোভাবে পানিতে ডুবে বা তলিয়ে যেতে পারেন। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে নুরুল হককে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, বিষয়টি আমরা জেনে অফিসার পাঠিয়েছিলাম, পরে স্থানীয়রা ও নিহতের পরিবার জানিয়েছে, তিনি পানিতে ডুবে মারা গেছেন, আর এ নিয়ে তাদের অভিযোগ নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়