প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২, ০০:০০
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে এক চা দোকানিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৯ নভেম্বর দুপুরের শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এ দণ্ডাদেশ দেন। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, বেলা ১২টার সময় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে একটি টিম পৌরসভার চিখটিয়া ব্রীজ সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালায়। ওই সময় ১০ গ্রাম গাঁজাসহ চিখুটিয়া ভূঁইয়া বাড়ির মৃত আফাজ উদ্দিন ভূঁইয়ার পুত্র মোঃ পেয়ার আহম্মদকে (৫১) গ্রেফতার করে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন জানান, গ্রেফতারকৃত পেয়ার আহম্মদ ১৫ বছর ধরে মাদক সেবন করে আসছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, মাদক সেবনের দায়ে অভিযুক্তকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত মাদক ধ্বংস করা হয়েছে।