শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ০০:০০

নির্বাচনে জয়লাভ করতে হলে যোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মেহের ডিগ্রি কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ব্যাপক উন্নয়ন করে যাচ্ছি। সারাদেশের ন্যায় শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়ন কাজ জনগণের কাছে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে যোগ্য নেতৃত্ব আসতে হবে। যাদের হাত ধরে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা ২০০১ সালে ক্ষমতায় এসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা জ্বালাও-পোড়াও’র রাজনীতি করে। তাদেরকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আবারো দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হাজী আঃ লতিফের সভাপ্রধানে ও যুগ্ম আহ্বায়ক মোঃ তোফায়েল আহমেদ ইরানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি মোঃ আঃ রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু নাসের পাটোয়ারী বাচ্চু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নূরুল ইসলাম মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মোঃ রেজাউল করিম মিন্টু প্রমুখ।

বিকেল ৪টায় সম্মেলনের ২য় অধিবেশনে দলীয় কাউন্সিলরদের প্রদত্ত ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রত্যক্ষ ভোটে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ মাহবুব আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়