প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ০০:০০
আজ ২৭ নভেম্বর রোববার বিকেল ৫টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুরে অনুষ্ঠিতব্য মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২২-এর সাংস্কৃতিক ও নাট্য পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের সময়সূচি প্রণয়নের লক্ষ্যে চাঁদপুর জেলার সকল সাংস্কৃতিক সংগঠন ও নাট্য সংগঠনের অংশগ্রহণে যৌথসভার আয়োজন করা হয়েছে। যৌথসভায় উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ।
গুরুত্বপূর্ণ এ সভায় সকল সাংস্কৃতিক সংগঠন ও নাট্যদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা তাদের মনোনীত প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার ও সদস্য সচিব মৃণাল সরকার এবং নাট্য পরিষদের আহ্বায়ক গোবিন্দ মণ্ডল ও সদস্য সচিব এমআর ইসলাম বাবু।