প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ০০:০০
এসএসসি ’৮৮ ব্যাচণ্ডএর সারাদেশব্যাপী বন্ধু সংগঠন বাংলাদেশ ৮৮ ঢাকা উত্তর প্যানেলের আয়োজনে ‘আলোকিত উত্তর’ অনুষ্ঠানে চাঁদপুরের বন্ধুরা অংশ নিয়েছে। ২৫ নভেম্বর শুক্রবার ঢাকার পূর্বাচল ৩০০ ফিট রোডস্থ সী-সেল পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে ছিল জমকালো নানা ইভেন্ট। দেশের বিভিন্ন জেলা থেকে সহস্রাধিক বন্ধু এই মিলনমেলায় অংশ নেয়। চাঁদপুর থেকে যারা অংশ নিয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহ, সহকারী কো-অর্ডিনেটর মুক্তা রহমান, জাহান শরীফ, মিতু চৌধুরী, ইউসুফ, নুরুজ্জামান, নূরুল কবির, সমর কৃষ্ণ সাহা, কনক, নোবেল, সুফিয়ান আহসান প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ৮৮’র এডমিন ডাঃ সায়ীদ মাহমুদ আলী মিলন উপস্থিত ছিলেন।