প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাজী ওমর ফারুকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী শারমিন আক্তার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চাঁদপুর পৌরসভার মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কাজী ওমর ফারুক প্রতারণা করে তাকে বিয়ে করে এবং ঔষধের মাধ্যমে তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলে। তাকে ভরণ-পোষণ দেয় না এবং নিজ বাড়িতে উঠিয়ে নিতে চায় না। প্রথম স্ত্রীর সঙ্গে ওমর ফারুকের সম্পর্ক ভালো না। তাই তাকে তালাক প্রদান করে দ্বিতীয় স্ত্রীকে তার ঘরে তুলবে-এসব টালবাহানা করে বিভিন্ন স্থানে কাজী ওমর ফারুক ও শারমিন স্বামী-স্ত্রী হিসেবে থাকে। এ নিয়ে সালিস বসলেও তা সমাধান হয় না। উপায়ন্তর না পেয়ে শারমিন আক্তার রোজা গত ২৩ নভেম্বর চাঁদপুরের পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শারমিন আক্তার রোজা বলেন, কাজী ওমর ফারুক ৭ আগস্ট ২০২২ তারিখে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে আমাকে বিয়ে করেন। তার প্রথম স্ত্রী আছে এ বিষয়টা আমি জানতে পেরে তাকে জিজ্ঞেস করলে সে বলে তার সাথে সম্পর্ক ভালো নয়। তাকে বিদায় করে দিবে। পরে আমাকে তার বাড়িতে নেয়ার জন্য চাপ প্রয়োগ করলে সে বিভিন্নভাবে টালবাহানা করতে থাকে। এমনকি আমাকে তালাক দিয়ে দিবে বলে হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে আমি চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চাঁদপুর পৌরসভার মেয়র বরাবর লিখিত অভিযোগ দেই। আমি প্রশাসনের নিকট বিচার কামনা করছি।