শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে খেলা হবে
প্রবীর চক্রবর্তী ॥

৫ বছর পর আবারো শুরু হলো ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয়মেলা। ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবসের দিনে গতকাল শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ওয়াপদা তথা পৌরসভা মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালে এদেশের মানুষ নিজেদের জীবন বিপন্ন করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরও আজ আমরা এখনো যেসব মুক্তিযোদ্ধা বেঁচে রয়েছি, তাদের অনেক দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার সাথে সাথে স্বাধীনতা বিরোধী জামাতসহ তাদের দোসরদের প্রতিহত করতে হবে। কারণ স্বাধীন বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান নেই। যশোরের জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য মাঠে কাজ শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় আজ এই বিজয়মেলা মঞ্চে আমি নির্বাচনের কাজ শুরু করলাম। আপনারা আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলে সেই ভোট শেখ হাসিনা পাবে। আবার সেই ভোট আপনাদের উন্নয়নের মাধ্যমে আপনাদেরকে ফিরিয়ে দিবে। মেলা মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ‘খেলা হবে’ বলে এমপি শফিকুর রহমান ঘোষণা দেন।

মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে মেলার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লেঃ (অবঃ) এম এ ওয়াদুদ বলেন, আমরা যারা এখনো বেঁচে রয়েছি, মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাস নূতন প্রজন্মকে জানানো আমাদের দায়িত্ব। কারণ মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা এখনো তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে হবে।

বিজয়মেলার মহাসচিব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপাদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, জেলা ডেপুটি কমান্ডার মহসিন পাঠান ও আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন প্রমুখ।

এর আগে অতিথিবৃন্দ উপজেলা সদরের শহীদ মিনারস্থ শহীদ স্মৃতিস্তম্ভে ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তারা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে। সেখান থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এ সময় পাকবাহিনীর গুলিতে সাধারণ ক’জন মানুষও মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়