প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০
আজ ২৬ নভেম্বর শনিবার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় একদশক পর অনুষ্ঠিতব্য সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের একঝাঁক নেতার মিলনমেলা হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে অনেকটাই নিরাপত্তা বলয় তৈরি করার উদ্যোগ নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
খোঁজ নিয়ে জানা যায়, উক্ত সম্মেলনে আওয়ামী লীগ প্রায় ৩০ হাজার লোকের সমাগম ঘটাতে কাজ করছে। যদি ভোটাধিকার প্রয়োগে নেতা নির্বাচনের ব্যবস্থা থাকে তাহলে ৪৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৩১ জন করে ১২ ইউনিয়ন ও এক পৌরসভা মিলিয়ে ৪০৩ ভোট, কোয়াব ১৫ ভোট, আর মূল কমিটি ৬৭ ভোট মিলিয়ে ৪৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সরজমিনে দেখা যায়, হাজীগঞ্জ পৌরসভাধীন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে পৌর বাস টার্মিটালে উক্ত সম্মেলন ঘিরে বিশাল প্যান্ডেল করা হয়েছে। ইতিমধ্যে মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। সকাল ১০টায় শুরু হবে সম্মেলনের প্রথম অধিবেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। সম্মানিত অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী। সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ও সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন।
সম্মেলনে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন, বর্তমান সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, রোটাঃ আলহাজ্ব আহসান হাবীব অরুণ, আলী আশ্রাফ দুলাল, ইঞ্জিনিয়ার সফিকুর রহমান ও জাকির হোসেন মিয়াজী। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, সত্যব্রত ভদ্র মিঠুন, হাজী জসিম, গোলাম ফারুক মুরাদ, শাহাদাত হোসেন ও সমীর লাল দত্ত।
বিভিন্ন সূত্রে জানা যায়, সম্মেলনে ঠিক কীভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ভোটাভোটি হবে নাকি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। উপজেলার হাজার হাজার নেতা-কর্মীরা এ নিয়ে রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠায়। তবে নেতা-কর্মীদের বেশিরভাগই চায় তাদের নেতা নির্বাচিত হোক ভোটাভোটিতে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পরিকল্পনা করেছি। অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা রুখে দিতে আমরা বদ্ধপরিকর।