প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন এবং সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটে হায়দার পারভেজ সুজন নির্বাচিত হন। আ.স.ম. মাহবুব উল আলম লিপন এ নিয়ে ৩য় বারের মতো হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপ্রধানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকালে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনের সভাপ্রধানে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ্ আখন, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।
পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুস ছাত্তারের সঞ্চালনায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ ফয়সাল আহমেদ, গীতা পাঠ করেন লিটন পাল এবং শোক প্রস্তাব পাঠ করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সদস্য খালেদুর রব মিঠুসহ অন্য অতিথিবৃন্দ, উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৩ সালে পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।