প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভাটিরসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুলতানাবাদ ইউনিয়নের টরকী গ্রামের মহসিন বেপারীর ছেলে সালাউদ্দিন (২২) ও রুস্তম বেপারীর ছোট ছেলে মুহাম্মদ হোসেন (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সাহেববাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিলো। মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভাটিরসুলপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মুহাম্মদ হোসেন দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। নিহত সালাউদ্দিন একই গ্রামের মহসিন মিয়ার ছেলে।
সন্ধ্যার পর সালাউদ্দিন ও মুহাম্মদের লাশ বাড়িতে আনলে কান্নার রোল পড়ে যায়। শোকাহত হয়ে ভেঙ্গে পড়ে তার আত্মীয়-স্বজন ও বন্ধুরা। তাদের বাড়িতে শোকের মাতম শুরু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মুহাম্মদ হোসেন প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট করতে ছবি তোলার জন্যে সাহেববাজার যায় এবং সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
সালাউদ্দিনের বন্ধু জোবায়ের আহাম্মেদ রিয়াদ জানায়, সালাউদ্দিন যথেষ্ট ভদ্র ও মার্জিত ছেলে। তার এই আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না।
মুহাম্মদের বড় ভাই ইমন কুদ্দুস জানায়, ছোট ভাইকে প্রবাসে পাঠানোর উদ্দেশ্যে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়। এ কারণে মুহাম্মদকে ছবি তোলার জন্যে সাহেববাজার পাঠানো হলে কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া যায় সে দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ দেখা যায়।
সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, তারা দু’জন একই গ্রামের। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা নিহতদের পরিবারের খোঁজ-খবর নিচ্ছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।