প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ০০:০০
বোগদাদ বাসের চাপায় নিহত চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মরহুমার স্বামীর বাড়ি হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার বাদ এশা চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড গোর-এ গরিবা জামে মসজিদে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে, ঘাতক বোগদাদ বাস চালকের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক সোহেল রুশদী এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনার পরপরই বোগদাদ বাসটিকে পুলিশ জব্দ করে। ঘটনার পর চালক পালিয়ে যায়।
২১ নভেম্বর সোমবার সকাল ১০টায় সিএনজিচালিত অটোরিকশা যোগে চাঁদপুর শহর থেকে স্কুল শিক্ষিকা নাজমা আক্তার কর্মস্থলে যাবার সময় চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাটে বিপরীত দিক থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই শিক্ষিকা নিহত হয়।