শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ০০:০০

কোটি টাকার ব্রীজ নির্মাণ কাজ শেষ হতে আর কতদিন?
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি এলাকার নাম বহরিয়া বাজার। এই বাজারের সিআইপি খালের ওপর নির্মাণাধীন ব্রীজটির কাজ কবে নাগাদ শেষ হবে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আগের ব্রীজটি ভেঙ্গে কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে এখানে নতুন ব্রীজ করার উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

কিন্তু এটির নির্মাণ শুরু হলেও শ্লথ গতির কারণে কাজ এখনও শেষ হয়নি। ফলে সাধারণ জনগণকে পোহাতে হচ্ছে ব্যাপক ভোগান্তি। ব্রীজ না হওয়ায় কয়েক কিলোমিটার এলাকা ঘুরে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে সংশ্লিষ্ট এলাকাবাসী।

ব্রীজটির নির্মাণ কাজ গত দুই বছরেও সম্পন্ন না হওয়ায় তারা খুবই বিরক্ত। ব্রীজের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করেই এপার-ওপার যাতায়াত করতে হচ্ছে স্কুল শিক্ষার্থীসহ স্থানীয়দের। ব্রীজের পাশেই বহরিয়া হাইস্কুল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং শ্রীরামপুর গ্রামের শত শত পরিবারের বসবাস।

এছাড়া ব্রীজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলজিইডিইর তত্ত্বাবধায়নে এর নির্মাণ কাজ চলছে বলে জানা যায়। এলজিইডির একজন প্রকৌশলী জানিয়েছেন, ব্রীজের অনেক কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন অ্যাপ্রোচের কাজ হবে। স্থানীয় জনৈক কাদির কাজ করছেন। জনদুর্ভোগ লাগবে দ্রুত সময়ে সেতুর নির্মাণ কাজ শেষ করে চলাচলের পথ সুগম করার জন্য চাঁদপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়