প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের দু’বারের সাংগঠনিক সম্পাদক, আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন পাটোয়ারী (এসডু) বলেছেন, আমার রাজনীতির শুরু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি দিয়ে। এই দলের রাজনীতি করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি, ছাত্রলীগ, যুবলীগ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সেই কারণে দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতা হওয়ার ইচ্ছে আমার রয়েছে। সেই ইচ্ছে থেকে এবং দলের নেতা-কর্মীদের অনুরোধে আমি আসন্ন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আশা করছি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সকল কিছু বিবেচনা করে আমাকে উক্ত পদে অধিষ্ঠিত করবেন।
দৈনিক চাঁদপুর কণ্ঠে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ভাবনায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রশ্নোত্তর আকারে তার পূর্ণাঙ্গ ভাবনাটি নিচে তুলে ধরা হলো-
চাঁদপুর কণ্ঠ : আগামী ১১ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন এবং তার পূর্বে বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের সম্মেলন। আপনার প্রতিক্রয়া কী?
তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী : সম্মেলন হলো রাজনৈতিক দলগুলোর একটি ধারাবাহিক প্রক্রিয়া, আর দীর্ঘদিন পর হলেও জেলা আওয়ামী লীগের অধীনস্থ ইউনিটগুলোর এ সম্মেলন হচ্ছে। যা হবে অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক পন্থায়। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন হবে না বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি, জেলা ইউনিটের সম্মেলন হওয়া মানে তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করা বা ভিত্তি মজবুত করা। তাই এই সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে ও দলের প্রতীককে বিজয়ী করার জন্য দলকে সুসংগঠিত করার এই উদ্যোগকে স্বাগত জানাই।
চাঁদপুর কণ্ঠ : আপনি সম্মেলনের মাধ্যমে কেমন নেতৃত্ব প্রত্যাশা করেন?
তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী : অবশ্যই সকলের প্রত্যাশা থাকে, যে বা যারা সংগঠনের নেতৃত্বে আসুক অবশ্যই তারা ভালো হবে-সেটাই সকলের প্রত্যাশা।
দলের জন্য নিবেদিত, যোগ্য ও মেধাবী একই পদে একাধিক ব্যক্তি রয়েছে। আমার ব্যক্তিগত মতামত, দল যাদের কাছে নিরাপদ থাকবে, দলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, প্রতিহিংসার রাজনীতি করবে না, সকল স্তরের নেতা-কর্মীদের সাথে মিলে দলকে সুসংগঠিত করবে এবং শক্তিশালী করবে এমন নেতৃত্ব চাই।
চাঁদপুর কণ্ঠ : আপনি নিজে কি কোনো পদপ্রার্থী?
তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী : আমার রাজনীতি শুরু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি দিয়ে। এই দলের রাজনীতি করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি, ছাত্রলীগ, যুবলীগ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সেই কারণে দলের জেলা পর্যায়ে শীর্ষ নেতা হওয়ার ইচ্ছে আমার রয়েছে। সেই ইচ্ছে থেকে এবং দলের নেতা-কর্মীদের অনুরোধে আমি আসন্ন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আশা করছি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সকল কিছু বিবেচনা করে আমাকে উক্ত পদে অধিষ্ঠিত করবেন।
চাঁদপুর কণ্ঠ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস সঙ্কট, তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ আরো কিছু কারণে বিএনপির যে ধারাবাহিক আন্দোলন, তাতে আপনারা কতোটুকু উদ্বিগ্ন?
তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি-তৈল-গ্যাস এগুলো বৈশ্বিক সমস্যা। অর্থাৎ সারা বিশ্বে এই সমস্যা বিরাজমান। এদেশের জনগণ সচেতন, এই বিষয়গুলো অবহিত। এজন্যে বিএনপি আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না। তবে বিএনপির চলমান আন্দোলন জানমালের ক্ষয়ক্ষতি ও দেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির। এখন বিএনপি জামাত, জঙ্গিবাদ, উগ্রবাদীদের নিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য করছে। বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আপনারা সমাবেশ করছেন, আমরা আপনাদের মতো কারো রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করতে চাই না। গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। তাই আমরা চাই রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে আসুন, জনগণ যাকে গ্রহণ করবে তিনি জনগণের নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন আগামীতে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করলে কঠিন জবাব দেয়া হবে।
আমরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে রাজনীতি করছি। অতএব বিএনপির এই আন্দোলন নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন নই।
চাঁদপুর কণ্ঠ : এ আন্দোলন সাংগঠনিকভাবে কিংবা অন্য কী উপায়ে মোকাবেলা করা যায় বলে আপনি মনে করেন?
তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী : আমাদের নেত্রী জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা অনুযায়ী সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার যে উদ্যোগ নেয়া হয়েছে, এটির মাধ্যমে আমরা আগামীতে দেশের জনগণের স্বার্থে জনগণকে সাথে নিয়ে বিএনপির সকল কিছুর জবাব রাজপথে মোকাবিলা করবো ইনশাআল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি এমন মানসিক আস্থা পোষণ করেন যে, বিদ্যমান সমস্যা বিশেষ করে মূল্যস্ফীতি, অর্থনৈতিক সঙ্কট, সম্ভাব্য বৈশ্বিক মন্দা তথা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আওয়ামী লীগ স্বীয় জনপ্রিয়তা প্রমাণ করে আসন্ন সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে পারবে?
তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী : অবশ্যই আশাবাদী। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাঁর সৎ ও যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ শেখ হাসিনার নেতৃত্বের ফলে সারাদেশে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। সারা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো যেখানে দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে চলছে। আমার আস্থা ও বিশ্বাস, এদেশের জনগণ আবারো শেখ হাসিনার নেতৃত্বে দেশের সরকার গঠন করে আওয়ামী লীগ ৪র্থবারের মতো সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্নমালার বাইরে আপনার অন্য কোনো বক্তব্য থাকলে উপস্থাপন করতে পারেন।
তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী : আমি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলবো, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনগণের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন তা আগামী নির্বাচনের পূর্বে জনগণের সামনে তুলে ধরুন। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পাশে থাকবে। আর আমাদের নেত্রী জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এদেশের অনেক সংকট কেটে যাবে, ইনশাআল্লাহ আপনারা ধৈর্য্য ধরুন।
উল্লেখ্য, আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন পাটোয়ারী (এসডু) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন।
তিনি ছাত্রজীবনে ডিএন উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, তৎকালীন চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ- সভাপতির দায়িত্ব পালন শেষে ছাত্ররাজনীতি শেষ করে যুব রাজনীতি শুরু করেন। যুবলীগের রাজনীতিতে প্রথমে পৌর যুবলীগের আহ্বায়ক, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
তারপর পর পর দু’বার জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে এখনো এই দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক, নতুনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, নতুনবাজার ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক, কাদেরিয়া জামে মসজিদের সভাপতি, রেডক্রিসেন্ট সোসাইটি ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।