প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ০০:০০
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পিডি
প্রকৌশলী মেসের আলী খানের ইন্তেকাল
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের শুরুর দিনগুলাতে বহুল পরিচিত একটি নাম প্রকৌশলী মেসের আলী খান। তিনি ছিলেন এই প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক)। গতকাল সোমবার তিনি ইন্তেকাল করেছেন। আশির দশকের প্রারম্ভে তিনি চাঁদপুরে সুনামের সাথে কর্মরত ছিলেন। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও বোর্ড মেম্বার হিসেবে দায়িত্বপালন শেষে অবসরগ্রহণ করেন।
|আরো খবর
মেসের আলী খান কিডনিজনিত জটিলতাসহ বার্ধক্যজনিত অন্যান্য রোগে ভুগছিলেন। গতকাল (১৪ নভেম্বর ২০২২ সোমবার) সকাল ৯টায় তিনি রাজধানীর ৪৭/৮ ইন্দিরা রোডস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তাঁকে বাদ আসর নামাজে জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মেসের আলী খানের পৈত্রিক বাড়ি ফরিদপুর জেলায়। তিনি আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের ১৯৬২ ব্যাচের গ্র্যাজুয়েট। তাঁর ছেলেদের মধ্যে দুজনই প্রকৌশলী। এদের একজন ব্যবসায়ী এবং অন্যজন আমেরিকা প্রবাসী।