রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬

নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের আলোচনা সভা

সংঘবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করলে সেটি সামজের জন্যে বেশি কার্যকর হয় : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

স্টাফ রিপোর্টার
সংঘবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করলে সেটি সামজের জন্যে বেশি কার্যকর হয় : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
চাঁদপুর প্রেসক্লাবে শনিবার রাতে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনে উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, যে মাটি থেকে আমরা উঠে এসেছি তার সেবা করতে সবাইকে সংঘবদ্ধ হয়ে দায়বদ্ধতা দেখাতে হবে। আর এই দায়বদ্ধতা বেশিরভাগ ক্ষেত্রেই একজন স্বেচ্ছাসেবী সংগঠকের হয়ে থাকে। সবকিছু মিলিয়ে চাকরিদাতা প্রতিষ্ঠান একজন কর্মীর কাছ থেকে যে বাড়তি যোগ্যতাগুলো আশা করে, তার বেশির ভাগই দেখা যায় স্বেচ্ছাসেবী তরুণদের মধ্যে বিদ্যমান থাকে।

শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) রাতে চাঁদপুর প্রেসক্লাবে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সাথে এক কর্মপরিকল্পনাময় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনটির স্লোগান হচ্ছে ‘ঐক্য শান্তি সম্প্রীতি/ মেনে চলবো রীতিনীতি’। যার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, মানব সেবা করতে গিয়ে নিজের বাবা-মা কিংবা পরিবারকে কোনোভাবেই অবহেলা করা চলবে না। তবে মানব সেবায় অবশ্যই সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, যারা ছাত্রজীবনে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত থাকে, তারা জীবন যুদ্ধে যোগাযোগ দক্ষতা, উপস্থাপনা কৌশল ও দলবদ্ধ কাজের অভিজ্ঞতায় এগিয়ে থাকে। যে কোনো পরিস্থিতিতে এরা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে মানসিক শক্তি পায়। তাই আমি এই সংগঠনটির সফলতা প্রত্যাশা করছি।

নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সভাপতি গোল্ডেন বয় খ্যাত মো. আল আমিনের সভাপতিত্বে এবং যুব সংগঠক মো. জুয়েল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আজমল হোসেন মিরন, কোষাধ্যক্ষ ইয়াসিন খান নয়ন, সমাজসেবক মো. কালাম, ব্যবসায়ী ফখরুল ইসলাম কালু, মোহাম্মদ ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

পরে সকলে মিলে সমাজ বিনির্মাণে আরও ভালোভাবে ভূমিকা রাখার অঙ্গীকারে ঐক্যবদ্ধতায় সম্মতি প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়