মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২২:২৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের মোক্তারের মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো ।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের মোক্তারের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের মোক্তার হোসেন মিজি (৪০) নামে এক প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর ২০২৪) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মদীনার আলুলাতে তিনি এ সড়ক দুর্ঘটনার শিকার হন। নিহত মোক্তার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের মৃত আলী আকবর ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৪ সালে মামার হাত ধরে সৌদি আরবে যান মোক্তার হোসেন। সময়ের ব্যবধানে নিজেই সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। রোববার (৮ ডিসেম্বর) তিনজন ওমরাহ যাত্রীকে নিজের প্রাইভেট কারে করে আলুলা থেকে মদীনা এয়ারপোর্টে এগিয়ে দিতে যাচ্ছিলেন। এ সময় তিনি নিজেই কার ড্রাইভিং করছিলেন। আলুলা এলাকা পার হওয়ার আগেই একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে তার গাড়িটি বেশ কয়েকটি পল্টি খায়। ভেতরে থাকা যাত্রীরা সে সময় জ্ঞান হারিয়ে ফেলেন। কারটি থামলে তাতে আগুন ধরতে শুরু করে। এ দুর্ঘটনাটি দেখে কয়েকজন পাকিস্তানি যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। তারা গাড়ির ভেতরে থাকা তিনজন যাত্রীকে উদ্ধার করতে সমর্থ হন। ড্রাইভিং সিটে থাকা মোক্তারকে উদ্ধারের আগেই গাড়িটি দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। গাড়িসহ সম্পূর্ণ ভস্মীভূত হন মোক্তার।

এদিকে জ্ঞান হারানোর পূর্বে নিজের ফোনটি বাইরে ছুড়ে মারতে সক্ষম হন মোক্তার। উদ্ধারকারী পাকিস্তানিরা সেখান থেকে নম্বর সংগ্রহ করে মোক্তারের স্বজনদের সাথে যোগাযোগ করেন।

নিহত মোক্তার ৪ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি সর্বশেষ ৪ জুলাই বাড়ি থেকে সৌদিতে গিয়েছিলেন। যাওয়ার পূর্বে সৌদিতে মৃত্যু হলে সেখানেই তাকে দাফনের ওসিয়ত করে গিয়েছিলেন। ওসিয়ত অনুসারে মদীনাতেই তার দেহাবশেষ দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়