প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১
সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা
ভালো কাজে আমাদের সাথেই থাকুন--এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের ২৪-২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৪ ডিসেম্বর রাতে রিয়াদের বাতা হোটেল ডি প্যালেসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী শাহরাস্তি ফোরামের নতুন কমিটির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম পাটোয়ারী, মো. আবু ইউসুফ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভূঁইয়া, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, মো. ইব্রাহিম খলিল মিয়াজী প্রমুখ।
সভায় সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা করা হয়।
২০২৫ সালের ২৪ জানুয়ারি শুক্রবার সংগঠনের নতুন কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্যে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।
শাহরাস্তি ফোরামকে গতিশীল করতে সৌদি আরবে বসবাসরত সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের পক্ষ থেকে।