রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২০:০২

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন

অনলাইন ডেস্ক
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের অফিসিয়াল ক্লাব ভিজিটে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝরকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন ক্লাব সভাপতি নাসরিন আক্তারসহ অন্যরা

১৩ নভেম্বর বুধবার বিকেলে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের অফিসিয়াল ক্লাব ভিজিট চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্টের চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর ও বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা। ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি নাসরিন আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন ক্লাব সচিব আফরোজা পারভীন। অফিসিয়াল ক্লাব ভিজিটে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর বর্তমান বছরের আয়-ব্যয় ও সেবামূলক বিভিন্ন কাজ সম্পর্কে অবগত হন। এছাড়া ক্লাব সদস্যদেরকে ক্লাব পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ২০২৪-২৫ বছরের কমিটির সাথে ফেলোশিপ মিটিংয়ে অংশ নেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ, রোটাঃ কাজী শাহাদাত, রোটাঃ অধ্যাপক মোঃ জাকির হোসেন, রোটাঃ নাছির উদ্দিন খান, রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, সভাপতি রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ উজ্জ্বল হোসাইন, জয়েন্ট সেক্রেটারী গোপাল চন্দ্র সাহা, উদ্যোক্তা আশিক খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি কাজী আজিজুল হাকিম নাহিন, ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের সভাপতি সাহিরা নাছির প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও অনারারী সদস্য রোটাঃ ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-১ ডালিয়া খানম, ভাইস প্রেসিডেন্ট-২ রওশন আক্তার, আইপিপি মিতু আক্তার, সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নী, নাঈমা মোশাররফ, মুক্তা পীযূষ, তাসনুভা রহমান তন্বী, আইএসও ফাহমিদা খান, এডিটর ফৌজিয়া পুতুল, সদস্য খোদেজা বেগম, ডাঃ আসমা বেগম, তানিয়া ইশতিয়াক, প্রীতি সাহা, মঞ্জু ঘোষ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়