সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৫০

হৃদয়ছোঁয়া বদান্যতা

অনলাইন ডেস্ক
হৃদয়ছোঁয়া বদান্যতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রাপ্ত বয়স্ক মুসল্লিদের জন্যে ফ্রিতে শুদ্ধভাবে কোরআন শিক্ষার আয়োজন করে চাঁদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিময় যুব সংঘ। এরপর মাসব্যাপী কোরআন শিক্ষায় অংশ নেওয়া মুসল্লিদের ঈদের জন্যে দেয়া হয় নতুন পাঞ্জাবি উপহার। ভিন্নধর্মী এই আয়োজনটি করা হয় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী বাইতুন নূর জামে মসজিদে। এ উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ ২০২৫) মাসব্যাপী কোরআন শিক্ষা কার্যক্রমের শেষ ক্লাস, দোয়া এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম গাজী। এতে সংগঠনের সকল সদস্য, প্রবাসী সারথীসহ সংশ্লিষ্ট সকলের জন্যে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি এলাকার সকল কবরবাসীর মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত শেষে কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিসহ এলাকার শতাধিক মুসল্লির মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মৃতিময় যুব সংঘের সদস্যরা জানান, আমাদের সংগঠনটি এলাকায় বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছে। যার মধ্যে রয়েছে : দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা, নগদ অর্থ প্রদান, চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া। প্রতিটি ঈদ এবং রমজানে সুবিধাবঞ্চিত সব মানুষকে উপহার হিসেবে খাদ্য সহায়তা দিচ্ছি। পাশাপাশি প্রতি রমজানে আমরা এলাকার প্রাপ্ত বয়স্ক মুসল্লিদের শুদ্ধভাবে কোরআন শিক্ষার আয়োজন করে থাকি। আমাদের সংগঠনের এই কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্যে আমরা সকলের কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

জন্ম নিলেই মরতে হবে-এটা মানুষসহ প্রতিটি প্রাণীর জন্যে অনিবার্য বা অবধারিত। প্রাণীদের মধ্যে মৃত্যুর পর যাদের পাপ-পুণ্যের হিসেব হবে, তাদের মধ্যে সৃষ্টির সেরা জীব মানুষই রয়েছে। সেই মানুষের মধ্যে মুসলমান মাত্রই এই সত্যে বিশ্বাসী। মুসলমানদের মধ্যে মৃত্যুভয়ে বেশি ভীত হয়ে ধর্মচর্চা করার প্রবণতা বেশি থাকা বাঞ্ছনীয়। কিন্তু সেই ধর্মচর্চা ব্যাহত হয় বা প্রতিবন্ধকতার শিকার হয় শুদ্ধভাবে কোরআন পড়তে না পারার কারণে। সেটি উপলব্ধি করে প্রাপ্ত বয়স্ক মুসলমানদের জন্যে রমজান মাস উপলক্ষে বিনা খরচে কোরআন শিক্ষার ব্যবস্থা করা মানেই অনেক বড়ো কাজ। যে কাজটি করেছে চাঁদপুর শহরতলীর পূর্ব রামদাসদীতে স্মৃতিময় যুব সংঘ। মাসব্যাপী কোরআন শিক্ষাশেষে অংশগ্রহণকারীদের মাঝে পাঞ্জাবিও উপহার হিসেবে দিয়েছে, যেটি নিঃসন্দেহে সংগঠনটির বদান্যতার পরিচায়ক, যাতে শ্রোতামাত্রেরই হৃদয় ছুঁয়ে যায়। আমরা এ সংগঠনটির এমন বদান্যতায় উদ্দীপ্ত। আমরা সংগঠনটির দীর্ঘস্থায়িত্ব ও সর্বাত্মক সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়