প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২১:২৪
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও আজীবন সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) সকালে দেশগাঁও ডিগ্রি কলেজ হলরুমে এ সংবর্ধনা ও কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
২০২৪ সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, এসএসসি, এইচএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এদিন সংবর্ধনা দেয়া হয়। এদিন এলাকার ১৩৭জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহম্মদ খানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. মো. ইকবালুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহ মিরান, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহার, ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রেজওয়ানুল হাসান টিটু, সাধারণ সম্পাদক সাবেক প্রভাষক আলহাজ্ব মো. আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম খান, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির প্রমুখ। এ সময় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য, কার্যকরী কমিটির সম্পাদকবৃন্দ ও আজীবন সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। তাঁদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে স্মরণিকা 'দীপ্ত প্রত্যয়ে'র মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।