প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১৯:৩৩
মতলব উত্তরে পৌর বিএনপির সমাবেশ
বিএনপি যে মানুষের কল্যাণে কাজ করে তা আমাদের প্রমাণ করতে হবে : তানভীর হুদা

সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার সুযোগ্য পুত্র, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, শেখ হাসিনা হাজার হাজার মানুষকে জুলাই-আগস্টে হত্যা করেছে। তাই মানুষ ফুঁসে উঠে শেখ হাসিনাকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে। শেখ হাসিনা জুলাই-আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে নামিয়ে তাদের দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করালো, হাজার হাজার মানুষকে হত্যা করলো। এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামলো। স্বৈরাচার সরকারকে পতন করে দিলো। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে ইন্ডিয়ায়। আজও শেখ হাসিনা সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা মাঠে ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। এই দলটি যে মানুষের কল্যাণে কাজ করে তা আমাদের প্রমাণ করতে হবে। আর আওয়ামী লীগ ভোট চুরি করে দিনের ভোট রাতে, কোটি কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। লুণ্ঠন করে বাংলাদেশকে ফাঁকা করে দেয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে অবশেষে নেতা-কর্মীদের নিয়ে সে ভারতে পালিয়েছে।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধান ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সহকারী কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. বশির আহমেদ বশির, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমির, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম রাব্বানী মামুন, যুবদল নেতা ইদ্রিস আলী প্রধান, গাজী ইকবাল হোসেন স্বপন প্রমুখ।