রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২২:৫২

শাহরাস্তি প্রিমিয়াম ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন গুনবতী আলকরা স্পোর্টস্ ক্লাব

শাহরাস্তি প্রিমিয়াম ক্রিকেট  লীগে চ্যাম্পিয়ন  গুনবতী আলকরা স্পোর্টস্ ক্লাব
চৌধুরী ইয়াসিন ইকরাম

শাহরাস্তি প্রিমিয়াম ক্রিকেট লীগ (এসপিএল)-এ চ্যাম্পিয়ন হয়েছে চৌদ্দগ্রামের গুনবতী আলকরা স্পোর্টস্ ক্লাব।

শনিবার (৫ এপ্রিল ২০২৫) সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনালে হাজীগঞ্জের ভিক্টোরী সুপার হিরোজ দলকে ৫০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুনবতী আলকরা স্পোর্টস্ ক্লাব, চৌদ্দগ্রাম।

ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

গত বছরের ১৬ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছিল এসপিএল সিজন-২। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩২টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে। প্রতিটি ম্যাচেই টানটান উত্তেজনা ছিলো, আর নকআউট পদ্ধতির প্রতিযোগিতায় একের পর এক বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছেছে গুনবতী আলকরা স্পোর্টস্ ও ভিক্টোরী সুপার হিরোজ।

টুর্নামেন্টের আয়োজক ক্রিকেটার ও ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন মিঠু জানান, চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা ও ট্রফি, আর রানার্সআপ দল পেয়েছে ১ লাখ টাকা ও ট্রফি। এমন বিশাল প্রাইজমানি দেশের টেপ টেনিস ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এদিন ফাইনালের আকর্ষণ বাড়াতে মাঠে উপস্থিত ছিলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা সহ কয়েক হাজার দর্শক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়