প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১৪:৫১
হাজীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারতে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন

হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদলের প্রয়াত নেতাদের কবর জেয়ারত করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন।
শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রথমে চাঁদপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মতিনের কবর জেয়ারত করেন। পরে জুলাই অভ্যুত্থানে শহীদ আজাদ সরকার, হাজীগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুর রহমান মিয়াজি, পৌর বিএনপি সভাপতি দুলাল মৃধা, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব আকবর মৃধা, পৌর বিএনপির সাবেক সভাপতি নাজমুল আলম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল আউয়ালের কবর জেয়ারত করেন তিনি।
এ সময় এই নেতা প্রয়াত নেতাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সব সময় যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। পরে স্থানীয় জনতার সাথে সৌজন্য সাক্ষাৎ করে গেলো ১৭ বছরের দুঃখ- দুর্দশার বর্ণনা শুনেন।
ব্যারিস্টার কামাল উদ্দিনের সাথে ছিলেন হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাজীগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরহাদ মামুন, যুবনেতা অ্যাডভোকেট সাদ্দাম কাদের, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পৌর যুব নেতা শাহআলম ভুট্ট, শাহদাত কাজী, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন সবুজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন বাবু, পৌর ছাত্রনেতা মাইন উদ্দিন তপু, ১নং ওয়ার্ড যুবনেতা রাকিব, ইব্রাহিম, শাওন সহ হাজীগঞ্জ ও শাহরাস্তির বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা।