প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২০:৪০
এবারের ঈদে বড়ো একটা রাজনৈতিক দলের প্রায় সবাই এলাকা ছাড়া
৩১ মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এদিন চাঁদপুরসহ সারাদেশের মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করে। কিন্তু এবারের ঈদুল ফিতরের আমেজ রাজনৈতিক অঙ্গনে ছিলো অনেকটা ভিন্ন রকমের। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বড়ো একটি রাজনৈতিক দল (বাংলাদেশ আওয়ামী লীগ)-এর নেতা-কর্মীরা ঘর-বাড়ি এবং এলাকা ছেড়েছে! এখনো তারা এলাকা ছাড়া। এমনকি তারা রমজান এবং ঈদেও এলাকায় আসতে পারেননি। তাদের সবার নামে জুলাই-আগস্টে হত্যা, জ্বালাও-পোড়াও এবং নাশকতা মামলা রয়েছে। সে জন্যে তারা ৫ আগস্ট ২০২৪ থেকে এলাকাছাড়া।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সিংহভাগ নেতা-কর্মী এলাকা ছাড়া। তারা পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে আবার জেলেও রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন : জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। এবারের ঈদুল ফিতর তারা তাদের পরিবারের সদস্যদের সাথে উদযাপন করতে পারেন নি।
বর্তমান প্রেক্ষাপটের কারণে দেশের বড়ো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এই দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় সকলে আত্মগোপনে থাকায় এবারের ঈদের চিত্রটা ছিলো ভিন্ন রকমের। বিগত সময়ে বিশেষ করে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা পনেরো বছর প্রতিটি ঈদে যেই অঙ্গনটি থাকতো বেশ সরগরম এবং ব্যাপক উৎসবমুখর, সেই অঙ্গনটিতে ছিলো এবার সুনসান নীরবতা।
এর বিপরীতে ভিন্ন রাজনৈতিক অঙ্গন তথা বিএনপি এবং জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অঙ্গনে দেখা গেছে ব্যাপক উৎসব এবং ঈদের পূর্ণ আমেজ। এসব দলের নেতা-কর্মীদের বেশ উৎসাহ উদ্দীপনা এবং উচ্ছ্বাস নিয়ে ঈদ উদযাপন করতে দেখা গেছে।